Description
ডার্ক ম্যাটার হচ্ছে মহাবিশ্বের আঠার মতো যা গ্যালাক্সিদের এক সাথে ধরে রাখে। ডার্ক ম্যাটার যে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করে তা সর্পিল গ্যালাক্সিকে অনেক বেগে ঘুরতে সাহায্য করে । এই সর্পিল গ্যালাক্সি গুলো অনেক বেগে ঘোরার পরেও ছিন্ন ভিন্ন হয়ে যায়না ডার্ক ম্যাটার এর কারণে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মহাবিশ্বে অনেক পরিমাণ ডার্ক ম্যাটার থাকলেও তাকে আমরা দেখতে পাই না। আসুন আমরা জানি ডার্ক ম্যাটার কি এবং কিভাবে তা মহাবিশ্বের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এবং অন্যান্য মহাজাগতিক বস্তুকে ধরে রেখেছে।
Video Language: English